আমাদের গল্প
২০২৪ সালের শুরুতে ৯টি ক্যাটাগরির পণ্য নিয়ে খাদেম’স এর রিটেইল স্টোরের যাত্রা শুরু হয়। আমাদের সাথে প্রায় শতাধিক হস্তশিল্পী কাজ করছেন যাদের সহযোগীতায় আছে আমাদের মাদার কোম্পানি “কে এন্ড বি [খাদেম এন্ড ব্রাদার্স]”। প্রান্তিক কারুশিল্পীদের কর্মসংস্থান তৈরির মাধ্যমে গ্রামীণ হস্তশিল্পকে পুনরুদ্ধার এবং প্রণোদনা দেবার চেষ্টা করছি আমরা যাতে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য যুগ যুগ ধরে টিকে থাকে এবং এই উদ্যোগের মাধ্যমে সহস্র মানুষের জীবনমান উন্নয়নে ভুমিকা পালন করা যায়।
খাদেম’স এর রিটেইল স্টোরে থাকছে চামড়াজাত পণ্য থেকে শুরু করে, পাটপণ্য, মৃতশীল্প, নকশীকাঁথা, জামদানী, টাঙ্গাইল, কলাবতি শাড়ি, হ্যান্ড পেইন্ট শাড়ি, পাঞ্জাবী, শতরঞ্জি, মনিপুরি, চাকমা হস্তশিল্প, কাঠের কারুকাজ, হাতে তৈরি ইরানী নিখুত আংটি, মূল্যবান পাথর, আতর সহ আরো অনেক রকম বাহারি পণ্য।
রিটেইল স্টোরের পাশাপাশি আমরা বিভিন্ন মেলা, এক্সিবিশন, ফরেইন ফ্লাটফর্মে প্রমোশনের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে বাংলাদেশের শতবর্শী হস্তশীল্পকে ছড়িয়ে দেবার চেষ্টা করছি। নতুন নতুন উদ্ভাবন, নিখুঁত শিল্পকর্ম এবং ঐতিহ্যের সমন্যয়ে সত্যিকার বাংলাদেশের শেকড়ের সাথে নতুন প্রজন্মকে একাত্ম করার নিরন্তর চেষ্টাই আমাদের প্রেরণা।

রুমান আহমেদ খাদেম
ব্যবস্থাপনা পরিচালক,
কে এন্ড বি [খাদেম এন্ড ব্রাদার্স]